প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 18, 2025 ইং
সখীপুরে ২ দিনে ক্ষ্যাপা কুকুরের কামড়ে শিশুসহ ৪০ জন আহত

টাঙ্গাইলের সখীপুরে গত দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশুও রয়েছে। বুধবার ও গত মঙ্গলবার আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন কুকুরের কামড়ে আহত রোগীরা উপজেলার বড়চওনা, পৌরসভা ও বহুরিয়া চতলবাইদ এলাকার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে শাহনাজ আক্তার (৩৫), জাহানারা বেগম (৫৫) ও চার বছরের শিশু মাহিরাসহ তিনজন কুকুরে কামড়ানো রোগী চিকিৎসা নিতে আসেন। পরে একে একে আজ বুধবার সকালেই উপজেলার বড়চওনা ও পৌর এলাকার দুই শিশুসহ ১৮ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একইভাবে উপজেলার বহুরিয়া চতলবাইদ এলাকার ২২ জন রোগী কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের রেজিস্ট্রারে উল্লেখ রয়েছে।
এদিকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উপজেলাজুড়ে ভ্যাকসিনের সংকট দেখা দেয়। পরে রোগীর স্বজনেরা অন্য এলাকা থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করে চিকিৎসা গ্রহণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, হাসপাতলে কুকুরে কামড়ানো রোগীর ভ্যাকসিন বরাদ্দ নেই। তাই আহতরা বাইরের ফার্মেসি থেকে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা নিয়েছেন। দুইদিনে অন্তত দুইজনকে উন্নত চিকিৎসার জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গত ১৪ ও ১৫ ডিসেম্বর কুকুরের কামড়ে আহত হয়ে ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি কুকুরের বিষয়ে উপজেলার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com